Breaking

Saturday 15 December 2018

ভারতীয় সংবিধান


        *_ভারতীয় সংবিধান_*

1. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট - 14 জন সদস্য নিয়োগ করতে পারে I
2. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে - সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী I
3. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে - আমেরিকা থেকে I
4. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় - 6 সপ্তাহ I
5. রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন - মুখ্যমন্ত্রী I
6. Suffrage এর অর্থ হল -ভোট দানের ক্ষমতা I
7. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে - রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে I
8. সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হল - 29 নম্বর ধারা I
9. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি - 31 জন I
10. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন - রাষ্ট্রপতি I
11. ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় - হিমাচল হাইকোর্টে I
12. পরিকল্পনা কমিশন গঠিত হয় - 1950 সালে I
13. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন - জওহর লাল নেহেরু I
14. মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে - সুপ্রিম কোর্ট I
15. জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল - 6 বছর I
16. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় - 44 তম সংবিধান সংশোধনীতে I
17. কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন - রাষ্ট্রপতি I
18. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে I
19. সাংসদ না হয়েও সংসদকে সম্বোধন করার অধিকার থাকে - অ্যাটর্নি জেনারেলের I
20. অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় - 76 এর 1 নম্বর ধারায় I
21. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নূন্যতম বয়স 25 বছর I
22. রাষ্ট্রপতি দ্বারা বিল বাতিল করার ক্ষমতা হলো - ভেটো I
23. যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার - রাষ্ট্রপতির I
24. আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে - তিন বার
25. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হয় 356 নম্বর ধারায় I
26. আর্থিক জরুরি অবস্থা জারি হয় - 360 নম্বর ধারায় I
27. জতীয় জরুরি অবস্থা জারি হয় - 352 নম্বর ধারায় I
28. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি I
29. লোকসভার কার্যকাল মেয়াদ 5 বছর I
30. রাজ্য সভার কার্যকাল মেয়াদ 6 বছর I
31. যৌথ অধিবেশনে ভাষণ দেন - রাষ্ট্রপতি I
32. অর্থ বিল উত্থাপিত হয় - লোকসভায় I
33. অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন I
34. লোকসভার সদস্য পদত্যাগ পত্র জমা দেন - স্পিকার কে I
35. ভারতের লোকসভার  প্রথম স্পিকার - জি.ভি. মাভলঙ্কার I
36. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন - রাষ্ট্রপতি I
37. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর I
38. হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর i
39. হাই কোর্ট 226 নম্বর ধারা বলে লেখ্ (Write) জারি করতে পারে I
40. সংবিধানের 163/1 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধিন ক্ষমতার কথা বলা হয়েছে I
41. বিজেপির জন্ম হয় 1980 সালে I
42. ফরওয়ার্ড ব্লকের জন্ম হয় -1939 সালে I
43. নির্দেশ মূলক নীতি বর্ণিত আছে Part IV  তে I
44. 19-22 নম্বর ধারায় স্বধীনতার অধিকার বর্ণিত আছে I
45. 51/ক  নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে I
46. সংবিধান সংশোধনী বিল পাস হয় - সংসদের উভয় কক্ষে I
47. ভারতীয় গণপরিষদে মোট কমিটি ছিল - 22 টি I
48. ইমপিচম্যান্ট করা যায় - রাষ্ট্রপতি কে  I
49. স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন - আর.কে চেত্তি I
50. পুলিশ ও স্বশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্ট - 33 নম্বর ধারায় I

             🏃🏃📚ARIYA 📚🏃🏃

No comments:

Post a Comment

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...