Breaking

Sunday 23 December 2018

December 23, 2018

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি*

*ICC cricket world cup 2019 complete schedule: মাঝে আর তিন মাস। তারপরেই শুরু ক্রিকেট বিশ্বকাপ। বাইশ গজে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে দশ দেশ। ইংল্যান্ড ও ওয়েলস, এই দুই দেশ যৌথ ভাবে আয়োজন করছে ক্রিকেট কার্নিভালের। এখন থেকেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। এই প্রতিবেদনে দেওয়া রইল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি ও নির্ঘণ্ট। আগামী ৩০ মে বিশ্বকাপের প্রথম ম্যাচ। লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু ভারতীয় সময় বিকেল তিনটে থেকে। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। জুলাইয়ের ১৪ তারিখ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেট মক্কা লর্ডসে*।

*⚫২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি ও নির্ঘণ্ট⚫*
👇👇👇👇👇👇👇

মে ৩০, বৃহস্পতিবার, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩.০০ মি, কেনিংটন ওভাল, লন্ডন

মে ৩১, শুক্রবার, ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান দুপুর ৩.০০ মি, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম

জুন ০১, শনিবার, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা দুপুর ৩.০০মি, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ

জুন ০১ রবিবার, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া বিকেল ৬.০০ মি, কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল

জুন ০২ সোমবার, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দুপুর ৩.০০ মি, কেনিংটন ওভাল, লন্ডন

জুন ০৩ মঙ্গলবার, ইংল্যান্ড বনাম পাকিস্তান দুপুর ৩.০০ মি, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম

জুন ০৪ বুধবার, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা দুপুর ৩.০০ মি, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ

জুন ০৫ বৃহস্পতিবার, দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দুপুর ৩.০০মি, দ্য রোজ বোল, সাউদ্যম্পটন

জুন ০৫ বৃহস্পতিবার, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বিকেল ৬.০০ মি, কেনিংটন ওভাল, লন্ডন

জুন ০৬ শুক্রবার, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ দুপুর ৩.০০ মি, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম

জুন ০৭, শনিবার, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দুপুর ৩.০০ মি, কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল

জুন ০৮, রবিবার, ইংল্যান্ড বনাম বাংলাদেশ দুপুর ৩.০০মি, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ

জুন ০৮, রবিবার, আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড বিকেল ৬.০০ মি, দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড. টনটন

জুন ০৯, সোমবার. ভারত বনাম অস্ট্রেলিয়া দুপুর ৩.০০ মি, কেনিংটন ওভাল, লন্ডন

জুন ১০, মঙ্গলবার, দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দুপুর ৩.০০ মি, দ্য রোজ বোল, সাউদ্যম্পটন

জুন ১১, বুধবার, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুপুর ৩.০০ মি, কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল

জুন ১২, বৃহস্পতিবার, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দুপুর ৩.০০মি, দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড. টনটন

জুন ১৩ শুক্রবার, ভারত বনাম নিউজিল্যান্ড দুপুর ৩.০০মি, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম

জুন ১৪, শনিবার, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দুপুর ৩.০০মি, দ্য রোজ বোল, সাউদ্যম্পটন

জুন ১৫, রবিবার, শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দুপুর ৩.০০ মি, কেনিংটন ওভাল, লন্ডন

জুন ১৫, রবিবার, দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান বিকেল ৬.০০মি, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ

জুন ১৬, সোমবার, ভারত বনাম পাকিস্তান দুপুর ৩.০০ মি, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

জুন ১৭, মঙ্গলবার, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দুপুর ৩.০০ মি, দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড. টনটন

জুন ১৮, বুধবার, ইংল্যান্ড বনাম আফগানিস্তান দুপুর ৩.০০মি, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

জুন ১৯, বৃহস্পতিবার, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩.০০মি, এজবাস্টন, বার্মিংহ্যাম

জুন ২০, শুক্রবার, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দুপুর ৩.০০ মি, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম

জুন ২১, শনিবার, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা দুপুর ৩.০০ মি, হেডিংলি, লিডস

জুন ২২, রবিবার, ভারত বনাম আফগানিস্তান দুপুর ৩.০০ মি, দ্য রোজ বোল, সাউদ্যম্পটন

জুন ২২, রবিবার, ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড দুপুর ৩.০০মি, কেনিংটন ওভাল, লন্ডন

জুন ২৩, সোমবার, পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ৩.০০ মি, লর্ডস, লন্ডন

জুন ২৪, মঙ্গলবার. বাংলাদেশ বনাম আফগানিস্তান দুপুর ৩.০০ মি, দ্য রোজ বোল, সাউদ্যম্পটন

জুন ২৫, বুধবার, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দুপুর ৩.০০ মি, লর্ডস, লন্ডন

জুন ২৬, বৃহস্পতিবার, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দুপুর ৩.০০মি, এজবাস্টন, বার্মিংহ্যাম

জুন ২৭, শুক্রবার, ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দুপুর ৩.০০ মি, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

জুন ২৮, শনিবার, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দুপুর ৩.০০ মি, রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লে-স্ট্রিট

জুন ২৯, রবিবার, পাকিস্তান বনাম আফগানিস্তান দুপুর ৩.০০ মি, হেডিংলি, লিডস

জুন ২৯, রবিবার, নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া বিকাল ৬.০০ মি, লর্ডস, লন্ডন

জুন ৩০, সোমবার, ইংল্যান্ড বনাম ভারত দুপুর ৩.০০ মি, এজবাস্টন, বার্মিংহ্যাম

জুলাই ০১, সোমবার, শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ দুপুর ৩.০০ মি, রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লে-স্ট্রিট

জুলাই ০২,মঙ্গলবার, বাংলাদেশ বনাম ভারত দুপুর ৩.০০ মি, এজবাস্টন, বার্মিংহ্যাম

জুলাই ০৩. বুধবার, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দুপুর ৩.০০মি, রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লে-স্ট্রিট

জুলাই ০৪, বৃহস্পতিবার, আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ দুপুর ৩.০০মি, হেডিংলি, লিডস

জুলাই ০৫, শুক্রবার, পাকিস্তান বনাম বাংলাদেশ দুপুর ৩.০০মি, লর্ডস, লন্ডন

জুলাই ০৬, শনিবার, শ্রীলঙ্কা বনাম ভারত দুপুর ৩.০০ মি, হেডিংলি, লিডস

জুলাই ০৬, শনিবার, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিকাল ৬.০০ মি, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

জুলাই ০৯, মঙ্গলবার, প্রথম সেমিফাইনাল দুপুর ৩.০০ মি, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

জুলাই ১১, বৃহস্পতিবার, দ্বিতীয় সেমিফাইনাল দুপুর ৩.০০ মি, এজবাস্টন, বার্মিংহ্যাম

জুলাই ১৪, রবিবার, ফাইনাল দুপুর ৩.০০ মি, লর্ডস, লন্ডন

    🏃🏃📚ARIYA 📚🏃🏃
December 23, 2018

New Current Affairs RPF

*Current_Affairs*

# Set_1
1. কোন ব্যাংক সম্প্রতি ইয়োলো আর্মি সেভিং একাউন্ট চালু করলো?- Equitas Small Finance Bank
2. ভারতের কোন রাজ্য 18 তম রাজ্য হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করলো?- মহারাষ্ট্র
3. 2018 অস্ট্রেলিয়ান গ্রান্ড প্রিকস কে জিতলেন?- সেভেস্টিয়ান ভেটেল
4. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এর নাম কি?- নিকোলাস মাদুরো
5. 2018 এর Business Personality of The Year কে হলেন?- যোগীন্দর সঙ্গের
6. পাকিস্তান সুপার লীগের ফাইনাল কোন শহরে অনুষ্ঠিত হবে?- করাচি
7. 2018 এশিয়া বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?- পঙ্কজ আদবানী
8. সম্প্রতি অস্ট্রেলিয়ান টিমের কোন খেলোয়াড় বল টেম্পেরিং এর জন্য ধরা পড়লেন?- ক্যামেরুন বানক্রফট
9. ভারতীয় মহিলা দলের কোন খেলোয়াড় T-20 দ্রুততম 50 করলেন?- স্মৃতি মন্দনা
10. National Water Digest Award পেলো কোন রাজ্য?- ছত্তিশগড়
# Set_2
1. Palace on Wheels ট্রেনটি ভারতীয় রেলমন্ত্রক কাদের সহায়তায় শুরু করলো?- রাজস্থান ট্যুরিসম ডেভলপমেন্ট কর্পোরেশন
2. সম্প্রতি IIT-GUAHATI এর বিজ্ঞানীরা কিসের থেকে জ্বালানী তেল উৎপাদিত করলো?- প্লাস্টিক বর্জ্য
3. ইন্দো-ফ্রেঞ্চ নলেজ সামিট পরিচালনা করলো কোন মন্ত্রক?- Ministry of External Affairs এবং French Embassy
4. ITB-BERLIN এ ভারত কোন পুরস্কার জিতলো?- সেরা প্রদর্শক পুরস্কার
5. রাজ্যের মানুষ কতটা খুশি তা জানতে কোন রাজ্য সমীক্ষা শুরু করলো?- মধ্যপ্রদেশ
6. 'Kinzhal' মিসাইল কোন দেশ লঞ্চ করলো?- রাশিয়া
7. ভারতের প্রথম সমুদ্রতীরে পুলিশ একাডেমী কোন রাজ্যে চালু হলো?- গুজরাট
8. 25 শে মার্চ 'Genoside Day' কোন দেশ শুরু করলো?- বাংলাদেশ
9. নোভোজিৎ কৌর কোন খেলার সাথে যুক্ত?- রেসলিং
10. কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন লেকে অবস্থিত?- লোকটাক লেক
# Set_3
1. Self Employed Womens Association এর প্রতিষ্ঠাতা কে?- বেগম হামিদা
2. ভারতে কোন দেশ সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে?- রাশিয়া
3. কোন দেশ সম্প্রতি দলত্যাগ বিরোধী বিল আনলো?- মালদ্বীপ
4. Miss International Queen 2018 কে হলেন?- Nguyen Huong Giang
5. Nguyen Huong Giang কোন দেশের নাগরিক?- ভিয়েতনাম
6. 2018 Sports Literature Festival কোথায় অনুষ্ঠিত হবে?- চন্ডীগর
7. মহানদী ট্রাইব্যুনাল এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- দিল্লি
8. World Ocean Summit 2018 কোথায় অনুষ্ঠিত হবে?- মেক্সিকো
9. Press Information Bureau এর নতুন প্রধান এর নাম কি?- সিতাংশু কর
10. Merry Kom Regional Boxing Foundation কোন রাজ্যে উদ্বোধন হলো?- ইম্ফল
# Set_4
1. কোন দেশে 'World Hindi Secretariat Building' উদ্বোধন করা হলো?- মরিশাস
2. ভূগর্ভস্থ আর্সেনিক রিসার্চ প্রজেক্ট কোন নদীর অববাহিকায় তৈরি হলো?- গঙ্গা নদী
3. The King of the Dark Chamber' কোন গল্পের ইংরেজি রূপান্তর?- রাজা
4. World Consumer Rights Day কবে?- 15th মার্চ
5. 2017 Kochon prize পেলো - Indian Council for Medical Research
6. সম্প্রতি সর্বোচ্চ জাতীয় পতাকা ওঠানো হলো কোথায়?- ভারতের কর্ণাটক
7. প্রথম পাই ডে কবে পালিত হয়?- 1988
8. 'A Brief History of Time' কার লেখা?- স্টিফেন হকিন্স
9. ভারতের সর্বোচ্চ বায়ু দ্বারা পরিচালিত জেনারেটর কোন রাজ্যে আছে?- তামিলনাড়ু
10. স্বাধীন নেপালের প্রথম রাষ্ট্রপতির নাম কি?- বিদ্যা দেবী ভান্ডারী
# Set_5
1. 'India Development Update' প্রকাশ করে কে?- বিশ্বব্যাঙ্ক
2. Citizen Services Mobile app লঞ্চ করলো কোন মন্ত্রক?- National Crime Record Bureau
3. WHO এর অন্তর্গত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি কোন রোগকে 2030 এর মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে?- যক্ষা
4. বিশ্বের সবচেয়ে দামি শহরের নাম কি?- সিঙ্গাপুর
5. কোন স্থানে সম্প্রতি এক দিনের জন্য 'Day of Silence' পালিত হলো?- বালি
6. সম্প্রতি প্রকাশ পাওয়া ফুটবল র্যাঙ্কিং এ ভারতের স্থান কত?- 99
7. কোন দেশ সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কবিন্দকে সর্বোচ্চ সম্মান 'গ্রান্ড ক্রস' এ ভূষিত করলো?- মাদাগাস্কার
8. এমিলি নাসরাল্লা কোন দেশের নাগরিক?- ইরাক
9. Energy Transition Index এ ভারতের স্থান কত?- 78 তম
10. সিরিয়ার রাজধানীর নাম কি?- দামাস্কাস.    🏃🏃ARIYA 🏃🏃

Saturday 15 December 2018

December 15, 2018

ভারতীয় সংবিধান


        *_ভারতীয় সংবিধান_*

1. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট - 14 জন সদস্য নিয়োগ করতে পারে I
2. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে - সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী I
3. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে - আমেরিকা থেকে I
4. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় - 6 সপ্তাহ I
5. রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন - মুখ্যমন্ত্রী I
6. Suffrage এর অর্থ হল -ভোট দানের ক্ষমতা I
7. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে - রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে I
8. সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হল - 29 নম্বর ধারা I
9. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি - 31 জন I
10. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন - রাষ্ট্রপতি I
11. ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় - হিমাচল হাইকোর্টে I
12. পরিকল্পনা কমিশন গঠিত হয় - 1950 সালে I
13. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন - জওহর লাল নেহেরু I
14. মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে - সুপ্রিম কোর্ট I
15. জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল - 6 বছর I
16. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় - 44 তম সংবিধান সংশোধনীতে I
17. কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন - রাষ্ট্রপতি I
18. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে I
19. সাংসদ না হয়েও সংসদকে সম্বোধন করার অধিকার থাকে - অ্যাটর্নি জেনারেলের I
20. অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় - 76 এর 1 নম্বর ধারায় I
21. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নূন্যতম বয়স 25 বছর I
22. রাষ্ট্রপতি দ্বারা বিল বাতিল করার ক্ষমতা হলো - ভেটো I
23. যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার - রাষ্ট্রপতির I
24. আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে - তিন বার
25. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হয় 356 নম্বর ধারায় I
26. আর্থিক জরুরি অবস্থা জারি হয় - 360 নম্বর ধারায় I
27. জতীয় জরুরি অবস্থা জারি হয় - 352 নম্বর ধারায় I
28. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি I
29. লোকসভার কার্যকাল মেয়াদ 5 বছর I
30. রাজ্য সভার কার্যকাল মেয়াদ 6 বছর I
31. যৌথ অধিবেশনে ভাষণ দেন - রাষ্ট্রপতি I
32. অর্থ বিল উত্থাপিত হয় - লোকসভায় I
33. অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন I
34. লোকসভার সদস্য পদত্যাগ পত্র জমা দেন - স্পিকার কে I
35. ভারতের লোকসভার  প্রথম স্পিকার - জি.ভি. মাভলঙ্কার I
36. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন - রাষ্ট্রপতি I
37. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর I
38. হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর i
39. হাই কোর্ট 226 নম্বর ধারা বলে লেখ্ (Write) জারি করতে পারে I
40. সংবিধানের 163/1 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধিন ক্ষমতার কথা বলা হয়েছে I
41. বিজেপির জন্ম হয় 1980 সালে I
42. ফরওয়ার্ড ব্লকের জন্ম হয় -1939 সালে I
43. নির্দেশ মূলক নীতি বর্ণিত আছে Part IV  তে I
44. 19-22 নম্বর ধারায় স্বধীনতার অধিকার বর্ণিত আছে I
45. 51/ক  নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে I
46. সংবিধান সংশোধনী বিল পাস হয় - সংসদের উভয় কক্ষে I
47. ভারতীয় গণপরিষদে মোট কমিটি ছিল - 22 টি I
48. ইমপিচম্যান্ট করা যায় - রাষ্ট্রপতি কে  I
49. স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন - আর.কে চেত্তি I
50. পুলিশ ও স্বশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্ট - 33 নম্বর ধারায় I

             🏃🏃📚ARIYA 📚🏃🏃

Monday 10 December 2018

December 10, 2018

Lithology and Landforms

 * Lithology & Landforms: -

• Lithology refers to - the rock and the chemical veneer of the rock, the shape of the granular shape, the combination of the mineral, the construction of the stone.
• The shape, roughness, height, slopes, earth-like shape of the earth's surface.
Three-stage phase of land
(1) First order relief - eg, continent and ocean.
(2) second order relief - eg: mountain, plains, plains.
(3) third-order relief - eg: canyon, floodplain.
Weathering -
• The first uses the word 'Gradation' - Geologist Chamberlain and Salisbury.
• The word "denudation" is derived from the Latin word 'Denudare' - meaning to strip bare
Or To lay bare
• In the process of weathering, the rock is pitch-but it is not removed.
• Together with the combined effects of weathering, erosion and accumulated losses- say denudation.
• The mechanical weather conditions - occurring in the Bay of the desert, cold desert, desert areas, high hills and cool climate.
• Chemical atmospheric - Equatorial, warm-humid, tropical monsoon, climate change occurs in the temperate regions.
• The word "Exfoliation" means the word "peeling away".
• Granite rock - occurs in shovel weather.
• Inverse hemispheres - occurs in granular disintegration.
• Basalt rock - like stone disintegration occurs. .
• As a result of the windshield, if the footpath is covered by the wife and the toilet, then she is called 'Felsenmer'.
• In the process of hydrolysis of the chemical weather - the spheroidal weathering is done.
• In rainy tropical regions - chemical weather conditions are predominant.
• By the process of oxidation - iron is rusty.
• Metabolism occurs in the area of ​​limestone - carbonation or carbonization.
• Rocket due to mechanical weather conditions - physical religion changes.
• Calcium carbonate becomes calcium by carbonate - in the process of carbonation.
• By the work of bacteria in closed wetlands- the process of reduction is more effective.
• Weathering occurs in the process of filtration - in coastal areas.
• Hematite becomes limonautite - by the process of hydration.
• Contemporary rock - Shock polling occurs.
• The tornado is seen in the Chota Nagpur plateau - in granite rock.
• A solid skin produced due to the local concentration of aluminum, iron, silica and lime in the bottom of the surface of the earth is - Dioricrust / Weather Skin / Quirus.
• EJ wayland used the term 'etch plain' in 1934.
• Another name for Felsenmer - Block spade / Rock Sea (Rock Sea).
• The cracks that are divided into large chunks of massive boulders - say Kensprung
• The upper part of the rock is so much changed by the weathering that it is said to be one-of-a-patina by color, perforated or distinct from others.
• Due to the discrimination pollution, the pillars and various shaped rocks stand on the ground. Together they say - hoodo rock.
• The soil formed in rock below the atmospheric object - called 'Basal Surface of Weathering'.
• Proponent of 'Deep Weathering Theory' - Linton
Most chemical weather conditions occur in the tropical monsoon climate regions.
• The soil moisture produced due to the weather conditions is called regulith.
• In the tropical areas of the chemical weather - the latheart soil is formed.
• 'Spheroidal Weathering' is the proponent of the weather cover - Olian.

1. There is silt in 46 percent of the country's silt.
2. There are 17 percent of the Krishna castes in the city.
3. There are red soil in 11 percent of the country's population.
4. 8% of land has latheart soil.
5.Blukumaya sorority is called sirozem.
6. Barley and pebbled stone soil - said the thought.
7. Black soil has resulted in the loss of cluster soil, its name is Regur.
8. There is iron and aluminum oxide on the ground. Its alias red kakur soil.
9. The soil of the new polythene deposited in the soil is called as a food. The color of the sand is more in color gray.
10. Replacement of the soil in the soil is broken. Lemon is more of the national substance in it.
11. Latin word latters, which have the origins of latheart soil from brick, brick.
12.Jhum cultivation is one of the most transformative agriculture.
13. Black soil can be seen on the horizontal plateau.
14. The origin of the word regurga from the Telugu word regada.
15. Somewhere in the upper Ganges plains, some fine particle soils can be seen somewhere in the horizontal area.
16. Characterization of latheart soil in Chalotonagpur's Malawi region.
17. Simple forest is found in puddles soil area.
18. The main way of preserving the soil is to plant trees.
19. There are Soil Laboratories in the Northern Territory.
20. The share of sand on the soil is more than 50 percent.
21. The amount of sand and mud are equal in the soil of the sea.
22. Melt more than 50% of mud on the ground.
23. The new silt is called bayat.
24. Name of the acidic rich acid soil is found in the Himalayan mountainous region.
25. If the surface of the soil gets corrosion due to wind and rain, it is called as lining corrosion.
26. If the rain water gets decayed in the form of a narrow nal while falling from a high place to a low plinth, it is called dalakhya.
27. If the linkage is interconnected then it is called correlation.

Monday 12 November 2018

November 12, 2018

GK AND GI

     🏃🏃📚ARIYA

             Gk and CA
১. পলাশ কোন রাজ্যের জাতীয় ফুল?
= উত্তরপ্রদেশ
২. 2017 মিস ওয়ার্ল্ড কে হয়েছেন ?
= মানসী চিল্লার
৩. ভুটানের রাজধানীর নাম কি ?
= থিম্পু
৪. মেনুকা গান্ধী বর্তমানে ভারতের কোন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন ?
= মহিলা ও শিশু বিভাগ
৫. ভারতে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
= অমর্ত্য সেন
৬. মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি ?
= মিতালি রাজ
৭. 31 মে 1981 কি বার ছিল ?
= রবিবার
৮. 4, 12, 20, 28, 36, 44, 52, ??
= 60  ( প্রত্যেকটার সঙ্গে 8 যোগ করা হয়েছে )
৯. CaO + H2O = ???
= Ca(OH)2
১০. আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
= কৃষ্ণা নদী
১১. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার কি পরিবর্তন হয় ?
= বৃদ্ধি পায়
১২. সবরমতী প্রকল্প কোন রাজ্যের অন্তর্গত ?
= কর্ণাটক
১৩. ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল ?
= দার্জিলিং
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল ?
= ভানুসিংহ
১৫. হোতা কমিটি কিসের সঙ্গে যুক্ত ?
= সিভিল সার্ভিস
১৬. সেতারে তারের সংখ্যা কয়টি ?
= সাত
১৭. কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় ?
= 4 ডিগ্রি সেলসিয়াস
১৮. এডোবি এর সিইও কে ?
= শান্তনু নারায়ন
১৯. পৃথিবীর মধ্যে সর্বাধিক গম উৎপাদিত হয় কোন দেশে ?
= ব্রাজিল
২০. ভারতীয় সংবিধানের সর্বপ্রথম রচনা করেন কে ?
= বি আর আম্বেদকর
২১. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন ?
= 120 দিন
২২. g এর মান কত ?
= 9.8 m/s²
২৩. কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য কি ব্যবহৃত হয় ?
= ইথিলিন
২৪. মানুষের শরীরের ব্লাড ব্যাংক কাকে বলা হয় ?
= প্লীহা
২৫. 512, 256, 128, ??
= 64 ( প্রতিটি সংখ্যা কে 2 দ্বারা ভাগ করা হয় )
২৬. আসামের রাজ্যপালের নাম কি ?
= জগদীশ মুখী
২৭. অস্ট্রেলিয়ান ওপেন 2018 পুরুষ সিঙ্গেল বিভাগে কে জিতেছে ?
= রজার ফেডেরার
২৮. 1 জুল সমান =  কত আর্গ ??
= 10^7 আর্গ
২৯. প্রাপ্তবয়স্ক একটি মানুষের শরীরে রক্তের পরিমাণ কত ?
= 5-6 লিটার
৩০. প্রথম কোন মহিলা অভিনেত্রী রাজ্যসভায় সদস্য হন ?
= নার্গিস দত্ত
৩১. বই : প্রকাশক : :  সিনেমা : ??
= নির্মাতা /প্রডিউসার
৩২. আন্তরাষ্ট্রীয় অলিম্পিক এর মুখ্য কমিটি কোথায় অবস্থিত ?
= সুইজারল্যান্ড
৩৩. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ক্রিকেট
৩৪. কম্পারেটিভ ইনডেক্সে ভারতের বর্তমান স্থান কত ?
= 58
৩৫. শিলং কোথাকার রাজধানী ?
= মেঘালয়
৩৬. দাবা খেলায় কয়টি ঘর থাকে ?
= 64
৩৭. পদ্মভূষণ 2018 কে কে পেয়েছেন ?
= ইলৈয়া রাজা , গোলাম মোস্তফা খান , পরমেশ্বরম
৩৮. বিজেন্দের সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
= বক্সিং
৩৯. কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ব্যাডমিন্টন
৪০. বাল্মিকী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
= বিহার
৪১. জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ?
= সাহিত্যে
৪২. বিশ্ব পোস্ট অফিস থেকে কবে পালন করা হয় ?
= 9 অক্টোবর
৪৩. নীলা কুর্তি রেড্ডি কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ব্যাডমিন্টন
৪৪. বাঘ, হাতি, সিংহ, তোতা - এদের মধ্যে কোনটি আলাদা ?
= তোতা ।
৪৫. মেঘালয় রাজধানীর নাম কি ?
= শিলং ।
৪৬. 2018 সাহিত্য একাডেমী র অধ্যক্ষের নাম কি ?
= প্রফেসর চন্দ্রশেখর

     🙏🙏🌹ARIYA 🌹🙏🙏

Sunday 11 November 2018

November 11, 2018

Important Boundary Lines AND Geography 100GK

       🏃🏃📚ARIYA 📚🏃🏃          

                Geography                    

👉Important Boundary Line👈
১. ডুরান্ড লাইন :- ভারত ও আফগানিস্থান মধ্যে অবস্থিত।
২. ম্যাকমোহন লাইন : ভারত ও চিন।
৩. রেডক্লিফ লাইন : ভারত ও পাকিস্থান।
৪. ৮ ডিগ্রি চ্যানেল : মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ।
৫. ৯ ডিগ্রি চ্যানেল : লক্ষ দ্বীপ ও মিনিকয়।
৬. ১০ ডিগ্রি চ্যানেল : আন্দামান ও নিকোবর।
৭. ডানকান প্যাসেজ : বড় ও ছোট আন্দামান।
৮. গ্রেট চ্যানেল : আন্দামান,নিকোবরও সুমাত্রা।
৯. হিনডেনবার্গ লাইন : জার্মানী ও পোলান্ড।
১০. ম্যাগিনট লাইন : ফ্রান্স ও জার্মানী
(ফ্রান্স কতৃক নির্ধারিত)
১১. ম্যানারহেন লাইন : রাশিয়া ও ফিনল্যান্ড ।
১২. সেগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স (জার্মানি কতৃক নির্ধারিত)
১৩. ১৬ তম প্যারালাল :নামিবিয়া ও অ্যাংগোলা।
১৪. ১৭ তম প্যারালাল : উত্তর ও দক্ষিন ভিয়েতনাম।
১৫. ৩৮ তম প্যারালাল : উত্তর ও দক্ষিন কোরিয়া।
১৬. ৪৯ তম প্যারালাল : আমেরিকা ও কানাডা
      🍁🍁♻ARIYA ♻🍁🍁

 Geography- 100 Questions & Answers”**
1. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?
Ans. ৮২.৫° পূর্ব দ্রাঘিমা
2. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. সপ্তম
3. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans. ভারত ও শ্রীলঙ্কা
4. ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?
Ans. এলাহাবাদ
5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. মালদ্বীপ
6. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. চীন
7. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়
8. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
Ans. ১৯৫৬ সালে
9. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. বোম্বাই
10. ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. পাঞ্জাব ও হরিয়ানা
11. কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
Ans. ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী
12. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
Ans. মহীশূর
13. সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
Ans. ১৯৭৫ সালে
14. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
Ans. ১৯৯২ সালে
15. কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?
Ans. ভারত ও বাংলাদেশ
16. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
17. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?
Ans. লাক্ষাদীপ
18. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. সিকিম
19. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ]
Ans. বিহার
20. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. অরুণাচল প্রদেশ
21. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান
22. ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
A Geography- 100 Questions & Answers”**
1. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?
Ans. ৮২.৫° পূর্ব দ্রাঘিমা
2. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. সপ্তম
3. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans. ভারত ও শ্রীলঙ্কা
4. ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?
Ans. এলাহাবাদ
5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. মালদ্বীপ
6. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. চীন
7. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়
8. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
Ans. ১৯৫৬ সালে
9. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. বোম্বাই
10. ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. পাঞ্জাব ও হরিয়ানা
11. কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
Ans. ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী
12. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
Ans. মহীশূর
13. সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
Ans. ১৯৭৫ সালে
14. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
Ans. ১৯৯২ সালে
15. কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?
Ans. ভারত ও বাংলাদেশ
16. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
17. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?
Ans. লাক্ষাদীপ
18. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. সিকিম
19. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ]
Ans. বিহার
20. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. অরুণাচল প্রদেশ
21. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান
22. ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
Ans. ভুটান
23. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans. শ্রীলঙ্কা
24. ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. গডউইন অস্টিন
25. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
Ans. আরাবল্লী
26. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
Ans. শ্রীনগর ও লে
27. নাথুলা পাস কোথায় অবস্থিত ?
Ans. সিকিমে
28. রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. হিমাচলপ্রদেশ
29. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
Ans. যমুনোত্রী
30. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. কাঞ্চনজঙ্ঘা
31. নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সবোর্চ্চ শৃঙ্গ ?
Ans. হিমাদ্রি
32. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
Ans. সিয়াচেন
33. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
Ans. লাডাক
34. লক্টক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. মণিপুর
35. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans. নকরেক
36. গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ans. আরাবল্লী
37. ‘ভারতের খনিজ ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয় ?
Ans. ছোটনাগপুর মালভূমি
38. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে ?
Ans. নর্মদা
39. নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
Ans. ডোডাবেট্টা
40. কোন অঞ্চলকে ‘দক্ষিণ ভারতের শস্যভান্ডার’ বলা হয় ?
Ans. থাঞ্জাভুর
41. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?
Ans. কোলার
42. ‘ভেম্বানাদ কয়াল’ কি ?
Ans. একটি উপহ্রদ
43. নারকোন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল –
Ans. সবিরাম আগ্নেয়গিরি
44. মাউন্ট হ্যারিয়্ট পর্বত কোথায় অবস্হিত ?
Ans. আন্দামান দ্বীপপুঞ্জে
45. ‘রণ’ কাকে বলা হয় ?
Ans. গুজরাটের অগভীর জলাভূমিকে
46. সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায় ?
Ans. মানস সরোবরের নিকটবর্তী সিন-কা-বাব নামক জলধারা
47. শতদ্রু কোন নদীর উপনদী ?
Ans. সিন্দু নদের উপনদী
48. কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?
Ans. হরিদ্বারে
49. অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হলো কোথায় ?
Ans. সতোপন্থ হিমবাহ
50. গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
Ans. যমুনা
51. হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
Ans. রাঁচিতে
52. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় ?
Ans. তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং-হিমবাহ
53. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
Ans. গোদাবরী
54. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কী ?
Ans. শিবসমুদ্রম
55. পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মওসীনরামের নিকটবর্তী শিলং-এ বৃষ্টিপাত কম হয় কেন ?
Ans. এটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার দরুন
56. নীচের কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয় ?
Ans. তামিলনাড়ু
57. ভারতের অরণ্য গবেষনাগারটি কোথায় অবস্থিত ?
Ans. দেরাদুনে
58. ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?
Ans. পাললিক মৃত্তিকা
59. ‘রেগুর’ কাকে বলা হয় ?
Ans. কৃষ্ণ মৃত্তিকাকে
60. ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয় ?
Ans. খালের সাহায্যে
61. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
Ans. ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
62. ভারের দীর্ঘতম বাঁধ কোনটি ?
Ans. হিরাকুঁদ
63. ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত ?
Ans. পাঞ্জাবে
64. কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে ?
Ans. শতদ্রু
65. হিরাকুঁদ বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
Ans. মহানদী
66. নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
Ans. অন্ধ্রপ্রদেশে
67. টেহরী বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে ?
Ans. গঙ্গা, উত্তরপ্রদেশে
68. ভারতের কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে ?
Ans. পাঞ্জাব
69. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়
70. ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে ?
Ans. তামিলনাড়ু
71. ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. পশ্চিমবঙ্গ
72. কোন জেলাকে ‘পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার’ বলা হয় ?
Ans. বর্ধমান
73. সেন্টাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
Ans. কটক
74. গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
75. কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. উত্তরপ্রদেশ
76. চা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
77. কোন রাজ্য ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. আসাম
78. কফি উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. কর্নাটক
79. পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
80. ভারতের মধ্যে কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. পশ্চিমবঙ্গ
81. কার্পাস বা তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. তৃতীয়
82. কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল ?
Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
83. তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ans. মহারাষ্ট্র
84. আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
85. কোন রাজ্য আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. উত্তরপ্রদেশ
86. কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. পঞ্চম
87. কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশিমবঙ্গ কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
88. ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
Ans. ঝরিয়া
89. ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?
Ans. তামিলনাড়ু নিয়েভেলী আসামের নাজিয়া
90. আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. কর্ণাটক
91. বিশ্বের বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত ?
Ans. বিহারের চিরিয়াতে
92. কোন দেশে ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানী করে ?
Ans. জাপানে
93. অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয় ?
Ans. ১৯৫৫ সালে
94. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
Ans. বোম্বে হাই
95. ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি ?
Ans. আসাম
96. বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. ওড়িশা
97. অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
98. অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. বিহার
99. ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
100. ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ans. মহারাষ্ট্র


 বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল
বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল

► মৌসুমী কথার অর্থ কি ?

উঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু ।

► রাঢ় শব্দের অর্থ কি ?

উঃ পাথুরে জমি ।

► তুন্দ্রা কথার অর্থ কি ?

উঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল ।

► ডুয়ার্স বলতে কি বোঝায় ?

উঃ দ্বার বা দুয়ার ।

► মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?

উঃ মৃতের দেশ ।

► ক্ষুদ্র দেশ - কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?

উঃ মাইক্রোনেশিয়া ।

► পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?

উঃ বহু দ্বীপের দেশ ।

► বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?

উঃ সাভানা ।

► পম্পাস বলতে কি বোঝো ?

উঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি ।

► তরাই কথার অর্থ কি ?

উঃ স্যাতস্যেতে ।

► অহ্ন কথার অর্থ কি ?

উঃ দিন ।

► আয়ন কথার অর্থ কি ?

উঃ পথ ।

► চোমোলাংমা কি ?

উঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় ।

► দূন কি ?

উঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে ।

► শিল্ড কি ?

উঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে ।

► বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা ।

► কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও সরস্বতী ।

► নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও নন্দা ।

► ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা ।

► শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী ।

► গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।

► রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও মন্দাকিনী ।

► দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও ভাগীরথী ।

► সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ সোমনদী ও মন্দাকিনী ।

► প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ গঙ্গা - যমুনা - সরস্বতী ।

► সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী ।

        🙏🙏🌹ARIYA 🌹🙏🙏
ARIYA is BACK 

🏃🏃📚ARIYA 📚🏃🏃

Saturday 10 November 2018

November 10, 2018

ভারতের প্রধান নদনদী (Indian River):-

          🏃🏃📚ARIYA 📚🏃🏃
     
                   Geography

♡ভারতের প্রধান নদনদী♡
~~~~~~~~~~~~~~~~~~

                          ●সিন্ধু●
                           """"""""""
•মোট দৈর্ঘ্য-2880 কিমি,ভারতে 709কিমি
•উৎপত্তিস্থল-তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ
•উপনদী-শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনা
•পতিত হয়েছে-আরব সাগর

              ●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●
                """""""""""""""""""""""""""'"""
•মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি
•উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা
•বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী
•ডানতীরের উপনদী-যমুনা ও শোন
•পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী)
•মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে  ভাগ হয়েছে
•অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে।
*রুহিন আখতার*

      ●ব্রহ্মপুত্র(উৎপত্তিস্থলে সাংপো)●
       """""""""""""""""""""""""""""""""""""""""""
•মোট দৈর্ঘ্য-2580 কিমি(ভারতে 885 কিমি)
•উৎপত্তিস্থল-চেমায়ুং দুম হিমবাহ
•উপনদী-সুবর্ণষিড়ি,মানস,তিস্তা,তোর্সা
•পাশে অবস্থিত-ডিব্রুগড়,তেজপুর,গৌহাটি,
• পৃথিবীর উচ্চতম নদী বা Sky River  নামে পরিচিত
•পতিত হয়েছে-যমুনা নাম নিয়ে গঙ্গায়(বাংলাদেশ)

                   ●যমুনা●
                    """"""""""""
•মোট দৈর্ঘ্য- 1376কিমি
•উৎপত্তিস্থল-যমুনেত্রী হিমবাহ
•উপনদী-চম্বল,কেন,বেতোয়া
•পাশে অবস্থিত-দিল্লী,মথুরা,আগ্রা
•পতিত হয়েছে-এলাহাবাদের কাছে গঙ্গায়
•গঙ্গার দীর্ঘতম উপনদী

                    ●চেনাব●
                     """"""""""
•উৎপত্তিস্থল-হিমাচল প্রদেশের কুলু
•পাশে অবস্থিত-সালাল প্রোজেক্ট
•পতিত হয়েছে-সিন্ধু(সিন্ধুর বৃহত্তম উপনদী)

                    ●শতুদ্র●
                    """"""""""""
•মোট দৈর্ঘ্য - ভারতে 1060 কিমি
•উৎপত্তিস্থল-তিব্বতের রাকা হ্রদ
•পাশে অবস্থিত-ভাকরা নাঙ্গাল,লুধিয়ানা
•পতিত হয়েছে-সিন্ধু
•শিপকিলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ

               ●ঝিলম/বিতস্তা●
               """"""""""""""""""""""""
•মোট দৈর্ঘ্য-424 কিমি, ভারতে 400 কিমি
•উৎপত্তিস্থল-পীরপঞ্জালের পাদদেশে ভেরানাগ এ
•পাশে অবস্থিত - শ্রীনগর
•পতিত হয়েছে-সিন্ধু(চেনাব)   ভারতের নদনদী

                     ●বিপাশা●
                     """""""""""""""
•মোট দৈর্ঘ্য-460 কিমি
•উৎপত্তিস্থল-কুলু পর্বতের কাছে রোটাং পাস
•পাশে অবস্থিত-মানালী
•পতিত হয়েছে-হারিকের কাছে শতুদ্রতে

                ●ইরাবতী●
"                """"""""""""""
•মোট দৈর্ঘ্য-725 কিমি
•উৎপত্তিস্থল-রোটাংপাস
•পতিত হয়েছে-চেনাব(সিন্ধু)

               ●শোন●
                """""""""""
•উৎপত্তিস্থল-অমরকন্টক
•পতিত হয়েছে-গঙ্গা
•উত্তর বাহিনী

           ●দামোদর●
           """"""""""""""""
•মোট দৈর্ঘ্য-514 কিমি
উপনদী-বরাকর
•উৎপত্তিস্থল-ঝাড়খন্ডের পালামৌ জেলার ছোটোনাগপুরের মালভূমি
•পতিত হয়েছে-ভাগীরথী
•বাংলার দুঃখ

               ●সূবর্নরেখা●
"                """"""""""""""""
•মোট দৈর্ঘ্য-477 কিমি
•উৎপত্তিস্থল- ছোটোনাগপুর মালভূমি
•পাশে অবস্থিত-জামশেদপুর
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগর
•হুড্রু জলপ্রপাত(ঝাড়খন্ড) অবস্থিত

       ●লুনী(অন্তর্বাহিনী নদী)●
         """""""""""""""""""""""""""""""
•মোট দৈর্ঘ্য-450 কিমি
•উৎপত্তিস্থল-আজমীরের নিকট আনাসাগর হ্রদ
•পতিত হয়েছে-কচ্ছের রন

            ●সবরমতী●
"            """"""""""""""
•মোট দৈর্ঘ্য-416 কিমি
•উৎপত্তিস্থল-আরাবল্লী
•পাশে অবস্থিত-আমেদাবাদ,গান্ধীনগর
•পতিত হয়েছে-কাম্বে উপসাগর

               ●ব্রাহ্মনী●
"              """"""""""""
•মোট দৈর্ঘ্য-705 কিমি
•উৎপত্তিস্থল-ছুটোনাগপুর মালভূমি
•পাশে অবস্থিত-রাউরকেল্লা
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগর

                   ●মহানদী●
"                    """""""""""""
•মোট দৈর্ঘ্য-885 কিমি
•উৎপত্তিস্থল-দন্ডকারন্যের কাছে সিয়াগার পাহাড়
•পাশে অবস্থিত-- কটক,হিরাকুদ প্রজেক্ট
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগর

                       ●কৃষ্ণা●
"                       """""""""
•মোট দৈর্ঘ্য-1290 কিমি
•উৎপত্তিস্থল-পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর
•উপনদী-সীমা,ভীমা , তুঙ্গাভদ্রা,মুসী,ঘাটপ্রভা,মালপ্রভা,কয়না
•পাশে অবস্থিত-নাগার্জুন সাগর,বিজয়ওয়াড়া
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগর

              ●কাবেরী(পবিত্র নদী)●
                 """""""""""""""""""""""""""":
•মোট দৈর্ঘ্য-805 কিমি
•উৎপত্তিস্থল-ব্রহ্মগিরি পর্বত(কর্ণাটক)
•উপনদী-হেরাঙ্গী,হেমবতী,সিমলা,ভবানী
•পাশে অবস্থিত-
মেত্তুর প্রজেক্ট(তামিলনাডু),
শিবসমুদ্রম(কর্নাটক),তিরুচিরাপল্লী,
মাইসোর
•পতিত হয়েছে-বঙ্গোপোসাগর

    🙏🙏🌹ARIYA 🌹🙏🙏

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...