Breaking

Monday 12 November 2018

GK AND GI

     🏃🏃📚ARIYA

             Gk and CA
১. পলাশ কোন রাজ্যের জাতীয় ফুল?
= উত্তরপ্রদেশ
২. 2017 মিস ওয়ার্ল্ড কে হয়েছেন ?
= মানসী চিল্লার
৩. ভুটানের রাজধানীর নাম কি ?
= থিম্পু
৪. মেনুকা গান্ধী বর্তমানে ভারতের কোন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন ?
= মহিলা ও শিশু বিভাগ
৫. ভারতে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
= অমর্ত্য সেন
৬. মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি ?
= মিতালি রাজ
৭. 31 মে 1981 কি বার ছিল ?
= রবিবার
৮. 4, 12, 20, 28, 36, 44, 52, ??
= 60  ( প্রত্যেকটার সঙ্গে 8 যোগ করা হয়েছে )
৯. CaO + H2O = ???
= Ca(OH)2
১০. আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
= কৃষ্ণা নদী
১১. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার কি পরিবর্তন হয় ?
= বৃদ্ধি পায়
১২. সবরমতী প্রকল্প কোন রাজ্যের অন্তর্গত ?
= কর্ণাটক
১৩. ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল ?
= দার্জিলিং
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল ?
= ভানুসিংহ
১৫. হোতা কমিটি কিসের সঙ্গে যুক্ত ?
= সিভিল সার্ভিস
১৬. সেতারে তারের সংখ্যা কয়টি ?
= সাত
১৭. কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় ?
= 4 ডিগ্রি সেলসিয়াস
১৮. এডোবি এর সিইও কে ?
= শান্তনু নারায়ন
১৯. পৃথিবীর মধ্যে সর্বাধিক গম উৎপাদিত হয় কোন দেশে ?
= ব্রাজিল
২০. ভারতীয় সংবিধানের সর্বপ্রথম রচনা করেন কে ?
= বি আর আম্বেদকর
২১. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন ?
= 120 দিন
২২. g এর মান কত ?
= 9.8 m/s²
২৩. কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য কি ব্যবহৃত হয় ?
= ইথিলিন
২৪. মানুষের শরীরের ব্লাড ব্যাংক কাকে বলা হয় ?
= প্লীহা
২৫. 512, 256, 128, ??
= 64 ( প্রতিটি সংখ্যা কে 2 দ্বারা ভাগ করা হয় )
২৬. আসামের রাজ্যপালের নাম কি ?
= জগদীশ মুখী
২৭. অস্ট্রেলিয়ান ওপেন 2018 পুরুষ সিঙ্গেল বিভাগে কে জিতেছে ?
= রজার ফেডেরার
২৮. 1 জুল সমান =  কত আর্গ ??
= 10^7 আর্গ
২৯. প্রাপ্তবয়স্ক একটি মানুষের শরীরে রক্তের পরিমাণ কত ?
= 5-6 লিটার
৩০. প্রথম কোন মহিলা অভিনেত্রী রাজ্যসভায় সদস্য হন ?
= নার্গিস দত্ত
৩১. বই : প্রকাশক : :  সিনেমা : ??
= নির্মাতা /প্রডিউসার
৩২. আন্তরাষ্ট্রীয় অলিম্পিক এর মুখ্য কমিটি কোথায় অবস্থিত ?
= সুইজারল্যান্ড
৩৩. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ক্রিকেট
৩৪. কম্পারেটিভ ইনডেক্সে ভারতের বর্তমান স্থান কত ?
= 58
৩৫. শিলং কোথাকার রাজধানী ?
= মেঘালয়
৩৬. দাবা খেলায় কয়টি ঘর থাকে ?
= 64
৩৭. পদ্মভূষণ 2018 কে কে পেয়েছেন ?
= ইলৈয়া রাজা , গোলাম মোস্তফা খান , পরমেশ্বরম
৩৮. বিজেন্দের সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
= বক্সিং
৩৯. কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ব্যাডমিন্টন
৪০. বাল্মিকী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
= বিহার
৪১. জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ?
= সাহিত্যে
৪২. বিশ্ব পোস্ট অফিস থেকে কবে পালন করা হয় ?
= 9 অক্টোবর
৪৩. নীলা কুর্তি রেড্ডি কোন খেলার সঙ্গে যুক্ত ?
= ব্যাডমিন্টন
৪৪. বাঘ, হাতি, সিংহ, তোতা - এদের মধ্যে কোনটি আলাদা ?
= তোতা ।
৪৫. মেঘালয় রাজধানীর নাম কি ?
= শিলং ।
৪৬. 2018 সাহিত্য একাডেমী র অধ্যক্ষের নাম কি ?
= প্রফেসর চন্দ্রশেখর

     🙏🙏🌹ARIYA 🌹🙏🙏

No comments:

Post a Comment

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...