Breaking

Sunday, 11 November 2018

Important Boundary Lines AND Geography 100GK

       🏃🏃📚ARIYA 📚🏃🏃          

                Geography                    

👉Important Boundary Line👈
১. ডুরান্ড লাইন :- ভারত ও আফগানিস্থান মধ্যে অবস্থিত।
২. ম্যাকমোহন লাইন : ভারত ও চিন।
৩. রেডক্লিফ লাইন : ভারত ও পাকিস্থান।
৪. ৮ ডিগ্রি চ্যানেল : মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ।
৫. ৯ ডিগ্রি চ্যানেল : লক্ষ দ্বীপ ও মিনিকয়।
৬. ১০ ডিগ্রি চ্যানেল : আন্দামান ও নিকোবর।
৭. ডানকান প্যাসেজ : বড় ও ছোট আন্দামান।
৮. গ্রেট চ্যানেল : আন্দামান,নিকোবরও সুমাত্রা।
৯. হিনডেনবার্গ লাইন : জার্মানী ও পোলান্ড।
১০. ম্যাগিনট লাইন : ফ্রান্স ও জার্মানী
(ফ্রান্স কতৃক নির্ধারিত)
১১. ম্যানারহেন লাইন : রাশিয়া ও ফিনল্যান্ড ।
১২. সেগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স (জার্মানি কতৃক নির্ধারিত)
১৩. ১৬ তম প্যারালাল :নামিবিয়া ও অ্যাংগোলা।
১৪. ১৭ তম প্যারালাল : উত্তর ও দক্ষিন ভিয়েতনাম।
১৫. ৩৮ তম প্যারালাল : উত্তর ও দক্ষিন কোরিয়া।
১৬. ৪৯ তম প্যারালাল : আমেরিকা ও কানাডা
      🍁🍁♻ARIYA ♻🍁🍁

 Geography- 100 Questions & Answers”**
1. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?
Ans. ৮২.৫° পূর্ব দ্রাঘিমা
2. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. সপ্তম
3. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans. ভারত ও শ্রীলঙ্কা
4. ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?
Ans. এলাহাবাদ
5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. মালদ্বীপ
6. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. চীন
7. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়
8. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
Ans. ১৯৫৬ সালে
9. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. বোম্বাই
10. ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. পাঞ্জাব ও হরিয়ানা
11. কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
Ans. ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী
12. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
Ans. মহীশূর
13. সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
Ans. ১৯৭৫ সালে
14. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
Ans. ১৯৯২ সালে
15. কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?
Ans. ভারত ও বাংলাদেশ
16. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
17. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?
Ans. লাক্ষাদীপ
18. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. সিকিম
19. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ]
Ans. বিহার
20. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. অরুণাচল প্রদেশ
21. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান
22. ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
A Geography- 100 Questions & Answers”**
1. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?
Ans. ৮২.৫° পূর্ব দ্রাঘিমা
2. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. সপ্তম
3. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans. ভারত ও শ্রীলঙ্কা
4. ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?
Ans. এলাহাবাদ
5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. মালদ্বীপ
6. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. চীন
7. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়
8. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?
Ans. ১৯৫৬ সালে
9. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. বোম্বাই
10. ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
Ans. পাঞ্জাব ও হরিয়ানা
11. কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
Ans. ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী
12. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
Ans. মহীশূর
13. সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
Ans. ১৯৭৫ সালে
14. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
Ans. ১৯৯২ সালে
15. কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?
Ans. ভারত ও বাংলাদেশ
16. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
17. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?
Ans. লাক্ষাদীপ
18. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. সিকিম
19. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ]
Ans. বিহার
20. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
Ans. অরুণাচল প্রদেশ
21. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান
22. ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
Ans. ভুটান
23. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans. শ্রীলঙ্কা
24. ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. গডউইন অস্টিন
25. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
Ans. আরাবল্লী
26. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
Ans. শ্রীনগর ও লে
27. নাথুলা পাস কোথায় অবস্থিত ?
Ans. সিকিমে
28. রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. হিমাচলপ্রদেশ
29. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
Ans. যমুনোত্রী
30. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. কাঞ্চনজঙ্ঘা
31. নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সবোর্চ্চ শৃঙ্গ ?
Ans. হিমাদ্রি
32. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
Ans. সিয়াচেন
33. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
Ans. লাডাক
34. লক্টক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. মণিপুর
35. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans. নকরেক
36. গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ans. আরাবল্লী
37. ‘ভারতের খনিজ ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয় ?
Ans. ছোটনাগপুর মালভূমি
38. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে ?
Ans. নর্মদা
39. নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
Ans. ডোডাবেট্টা
40. কোন অঞ্চলকে ‘দক্ষিণ ভারতের শস্যভান্ডার’ বলা হয় ?
Ans. থাঞ্জাভুর
41. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?
Ans. কোলার
42. ‘ভেম্বানাদ কয়াল’ কি ?
Ans. একটি উপহ্রদ
43. নারকোন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল –
Ans. সবিরাম আগ্নেয়গিরি
44. মাউন্ট হ্যারিয়্ট পর্বত কোথায় অবস্হিত ?
Ans. আন্দামান দ্বীপপুঞ্জে
45. ‘রণ’ কাকে বলা হয় ?
Ans. গুজরাটের অগভীর জলাভূমিকে
46. সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায় ?
Ans. মানস সরোবরের নিকটবর্তী সিন-কা-বাব নামক জলধারা
47. শতদ্রু কোন নদীর উপনদী ?
Ans. সিন্দু নদের উপনদী
48. কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?
Ans. হরিদ্বারে
49. অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হলো কোথায় ?
Ans. সতোপন্থ হিমবাহ
50. গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
Ans. যমুনা
51. হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
Ans. রাঁচিতে
52. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় ?
Ans. তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং-হিমবাহ
53. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
Ans. গোদাবরী
54. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কী ?
Ans. শিবসমুদ্রম
55. পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মওসীনরামের নিকটবর্তী শিলং-এ বৃষ্টিপাত কম হয় কেন ?
Ans. এটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার দরুন
56. নীচের কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয় ?
Ans. তামিলনাড়ু
57. ভারতের অরণ্য গবেষনাগারটি কোথায় অবস্থিত ?
Ans. দেরাদুনে
58. ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?
Ans. পাললিক মৃত্তিকা
59. ‘রেগুর’ কাকে বলা হয় ?
Ans. কৃষ্ণ মৃত্তিকাকে
60. ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয় ?
Ans. খালের সাহায্যে
61. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
Ans. ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
62. ভারের দীর্ঘতম বাঁধ কোনটি ?
Ans. হিরাকুঁদ
63. ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত ?
Ans. পাঞ্জাবে
64. কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে ?
Ans. শতদ্রু
65. হিরাকুঁদ বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
Ans. মহানদী
66. নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
Ans. অন্ধ্রপ্রদেশে
67. টেহরী বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে ?
Ans. গঙ্গা, উত্তরপ্রদেশে
68. ভারতের কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে ?
Ans. পাঞ্জাব
69. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. দ্বিতীয়
70. ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে ?
Ans. তামিলনাড়ু
71. ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. পশ্চিমবঙ্গ
72. কোন জেলাকে ‘পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার’ বলা হয় ?
Ans. বর্ধমান
73. সেন্টাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
Ans. কটক
74. গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
75. কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. উত্তরপ্রদেশ
76. চা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
77. কোন রাজ্য ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. আসাম
78. কফি উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. কর্নাটক
79. পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
80. ভারতের মধ্যে কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. পশ্চিমবঙ্গ
81. কার্পাস বা তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. তৃতীয়
82. কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল ?
Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
83. তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ans. মহারাষ্ট্র
84. আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
85. কোন রাজ্য আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. উত্তরপ্রদেশ
86. কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. পঞ্চম
87. কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশিমবঙ্গ কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
88. ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
Ans. ঝরিয়া
89. ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?
Ans. তামিলনাড়ু নিয়েভেলী আসামের নাজিয়া
90. আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. কর্ণাটক
91. বিশ্বের বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত ?
Ans. বিহারের চিরিয়াতে
92. কোন দেশে ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানী করে ?
Ans. জাপানে
93. অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয় ?
Ans. ১৯৫৫ সালে
94. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
Ans. বোম্বে হাই
95. ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি ?
Ans. আসাম
96. বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. ওড়িশা
97. অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
98. অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. বিহার
99. ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম
100. ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ans. মহারাষ্ট্র


 বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল
বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল

► মৌসুমী কথার অর্থ কি ?

উঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু ।

► রাঢ় শব্দের অর্থ কি ?

উঃ পাথুরে জমি ।

► তুন্দ্রা কথার অর্থ কি ?

উঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল ।

► ডুয়ার্স বলতে কি বোঝায় ?

উঃ দ্বার বা দুয়ার ।

► মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?

উঃ মৃতের দেশ ।

► ক্ষুদ্র দেশ - কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?

উঃ মাইক্রোনেশিয়া ।

► পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?

উঃ বহু দ্বীপের দেশ ।

► বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?

উঃ সাভানা ।

► পম্পাস বলতে কি বোঝো ?

উঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি ।

► তরাই কথার অর্থ কি ?

উঃ স্যাতস্যেতে ।

► অহ্ন কথার অর্থ কি ?

উঃ দিন ।

► আয়ন কথার অর্থ কি ?

উঃ পথ ।

► চোমোলাংমা কি ?

উঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় ।

► দূন কি ?

উঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে ।

► শিল্ড কি ?

উঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে ।

► বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা ।

► কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও সরস্বতী ।

► নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও নন্দা ।

► ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা ।

► শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী ।

► গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।

► রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও মন্দাকিনী ।

► দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও ভাগীরথী ।

► সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ সোমনদী ও মন্দাকিনী ।

► প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ গঙ্গা - যমুনা - সরস্বতী ।

► সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী ।

        🙏🙏🌹ARIYA 🌹🙏🙏
ARIYA is BACK 

🏃🏃📚ARIYA 📚🏃🏃

No comments:

Post a Comment

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...