Breaking

Saturday 27 October 2018

Tense মনে রাখার কৌশল 50Synonyms with Bengali

                   
          🏃🏃📚ARIYA 📚🏃🏃

                       English

Tense মনে রাখার কৌশলটি আপনার জানা আছে কি?
ইংরেজি শেখার প্রথম ও প্রধান ধাপ হল Tense. এই Tense আয়ত্ত করতে পারলেই খুব সহজে ইংরেজি শেখা যায়। কিন্তু Tense মনে রাখা সহজ নয়। অনেকেরই অভিযোগ Tense মনে থাকে না। তাই আমাদের আজকের আয়োজনে থাকছে Tense মনে রাখার সবচেয়ে সহজ কৌশল। চলুন জেনে নিই কৌশল গুলো।
প্রথমে এক নজরে সম্পূর্ণ Tense এর ধারনাঃ
1. INDEFINITE
Present(বর্তমান):- Verb Present form (ই/অ/এ)গঠনঃ subject + v1 + extension
✎ Past(অতীত):- Verb past form(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম, তেন, থাকে) গঠনঃ subj + v2 + extension
✐Future(ভবিষ্যৎ):- Verb present form(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে) গঠনঃ subj + shall/will +extension
2. CONTINUOUS
Present(বর্তমান):- am, is, are (তে/চ্ছ)
✎ Past(অতীত):- was, were(তেছিলাম/তেছিলেন/তেছিলে/তেছিল)
✐Future(ভবিষ্যৎ):- Shall be (তেথাকিব/তেথাকিবেন/তেথাকিবে )
3. PERFECT
Present(বর্তমান):- have, has(য়া/য়ে)
✎ Past(অতীত):- had (য়াছিল/য়াছিলেন/য়াছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have/will have (ইয়াথাকিব/য়াথাকিবে/য়াথাকিবেন)
4. PERFECT CONTINUOUS
Present(বর্তমান):- have been,has been,(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/থেকে)
✎ Past(অতীত):- had been(তেছিল/তেছিলেন/তেছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have been / will have been ( তেথাকিবে/তেথাকিব/তেথাকিবেন)
বিস্তারিতঃ
——-
TENSE বা কাল’
ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example:–
1.I eat rice. (present) আমি ভাত খাই ৷ (বর্তমান)
2.I ate rice. (past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)
3.I will eat rice. (future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
Types of Tense: (Tense এর প্রকার)
Tense কে তিন ভাগে ভাগ করা যায় ৷
1.present tense (বর্তমান কাল). (what are you presently doing )
2.Past Tense (অতীত কাল) .(What you did some time back).
3.Future Tense (ভবিষ্যত কাল). (What you will do some time later).
এদের প্রত্যেক কে আবার চারভাগে ভাগ করা যায় …..
1.Indefinite Tense (সাধারণ কাল)
2.Continuous Tense (ঘটমান কাল)
3.Perfect Tense (পুরাঘটিত কাল)
4.Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)
PRESENT TENSE (বর্তমান কাল)
⚊⚊⚊⚊⚊0000⚊⚊⚊⚊⚊⚊⚊
Present Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বাচিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
শব্দ দেখে Present Indifinte Tense চেনার উপায়: Always (সর্বদা) , Regularly (নিয়মিত) , Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত) , Generally (সাধারণত), Daily (দৈনিক) , Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত) , Normally (সাধরণত) শব্দগুলো কোন বাক্যে থাকলে তা Present Indifinte Tense হবে।
Structure:
——————-
Subject + Main Verb + Object.
মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।
উদাহরণ :– আমি ভাত খাই – I eat rice.
⛧ আমি স্কুলে যাই – I go to school.
⛧ সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
⛧ তুমি বই পড় – You read a book.
⛧ সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
⛧ সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
⛧ পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.
Note – Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।
মনে রেখো –
1. I/we – First Person
2. You/your – Second person
He/she ,it, they সমস্ত নাম – Third Person
PRESENT CONTINIOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Structure:
——————-
Subject + be verb বা Am/is/are (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইতেছি – I am eating rice.
⛧ আমি স্কুলে যাইতেছি – I am going to school.
⛧ সে স্কুলে যাইতেছে – He is going to school.
⛧ তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.
⛧ আমি আজ রাতে আংরাইলে যাব – I am going to Angrail tonight. (Near future বা নিকট ভবিষ্যত)
⛧ আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)
Note – I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।
PRESENT PERFECT TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।
বাংলায় চিনার উপায়
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।
Structure:
——————-
Subject + have/has + past participle + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইয়াছি – I have eaten rice.
⛧ আমি স্কুলে গিয়েছি – I have gone to school.
⛧ সে স্কুলে গিয়েছি – He has gone to school.
⛧ আমি ভাত খাইনি – I have not eaten rice.
⛧ তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.
⛧ সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.
⛧ তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.
⛧ সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.
Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।
PRESENT PERFECT CONTINUOUS TENSE
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
Structure:
——————-
Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.
⛧ সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)
⛧ সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.
⛧ সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.
⛧ ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.
⛧ ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since sunday last.
Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।
Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।
PAST TENSE (অতীত কাল)
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊000⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
PAST INDEFINITE TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)
Structure:
——————-
Subject + past form of main verb + object.
???? Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
⛧ আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.
⛧ সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.
⛧ তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
⛧ তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.
⛧ লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.
⛧ সে ফুটবল খেলেছিল – He played football.
Note – Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।
PAST CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
——————-
Subject + was/were + main verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
⛧ সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
⛧ তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
⛧ গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
⛧ আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.
Note – subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।
PAST PERFECT TENSE :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
——————-
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
???? Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
⛧ আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
⛧ ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
⛧ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
⛧ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
⛧ বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.
PAST PERFECT CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Structure:
——————-
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
???? Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
⛧ ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.
⛧ আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
⛧ তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.
FUTURE TENSE (ভবিষ্যত কাল)
========0000=======
FUTURE INDEFINITE TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
——————-
Subject + shall/will + verb + object
???? Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি কাজটি করিব- I will/shall do the work.
⛧ তারা কাজটি করিবে- They will/shall do the work.
⛧ আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.
⛧ সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
⛧ তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.
Note – সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।
FUTURE CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure:
——————-
Subject + shall be/will be + main verb + ing + object.
???? Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
⛧ আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
⛧ তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
⛧ সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
⛧ তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
⛧ তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.
FUTURE PERFECT TENSE :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
Structure:
——————-
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.
⛧ আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
⛧ তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
⛧ তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.
FUTURE PERFECT CONTINUOUS TENSE:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
——————-
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
⛧ বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
⛧ তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they

      সাধারণ নাম বৈজ্ঞানিক নাম

১। গোলআলু Solanum tuberosun
২। পিয়াজ Allium cepa
৩। ধান Oryza sativa
৪। জবা Hibiscus rosa-sinensis
৫। পাট Corchorus capsularis
৬। আম Mangifera indica
৭। কাঁঠাল Artocarpus heterophyllus
৮। শাপলা Nymphea nouchali
৯। রুই মাছ Labeo rohita
১০। কাতলা Catla catla
১১। সিংহ Panthera le
১২। রয়েল বেঙ্গল টাইগার Panthera tigris
১৩। ম্যালেরিয়া জীবাণু Plasmodium vivax
১৪। আরশোলা Periplaneta americana
১৫। মৌমাছি Apis indica
১৬। ইলিশ Tenualosa ilisha
১৭। কুনোব্যাঙ Bufo/Duttaphrynus melanostictus
১৮। দোয়েল Copsychus saularis
১৯। মানুষ Homo sapiens
২০। কলেরা জীবাণু Vibrio cholera
২১। গম Triticum aestivum
২২। ভুট্টা Zea mays
২৩। মসুর Lens culinaris
২৪। ছোলা Cicer arietinum
২৫। মোটর Pisum sativum
২৬। সোনামুগ Vigna radiate
২৭। মাসকলাই Vigna mungo
২৮। খেসারী Lathyrus sativus
২৯। সয়াবিন Glycine max
৩০। তিল Sesamum indicum
৩১। সূর্যমুখী Helianthus annuus
৩২। মুলা Raphanus sativus
৩৩। নারকেল Cocos nucifera
৩৪। পুঁইশাক Basella alba
৩৫। বেগুন Solanum melongena
৩৬। কলা Musa sapientum
৩৭। লিচু Litchi chinensis
৩৮। আনারস Ananass
৩৯। কালজাম AnanasEugenia jambolana (Syzygium cumini)
৪০। পেয়ারা Psidium guajava
৪১। বেল Aegle marmelos
৪২। কুল/বরই Zizyphus mauritiana
৪৩। পেঁপে Carica papaya
৪৪। কফি Coffea arabica
৪৫। চা Camellia sinensis
৪৬। সেগুন Tectona grandis
৪৭। শাল/গজারি Shorea
৪৮।সুন্দরী ShoreaShorea Heritiera fomes
৪৯। মেহগনি Swietenia mahagoni
৫০। শিশু Dulbergia sissoo
৫১। বাসক Adhatoda vasica
৫২। থানকুনি Centella asiatica
৫৩। তুলসী Ocimum sanctum
৫৪। কালমেঘ Andrographis paniculata
৫৫। নিম Melia azadirachta
৫৬। ধুতুরা Datura metel
৫৭। সর্পগন্ধা Rauvolfia serpentina
৫৮। রজনীগন্ধা Polianthes tuberosa
৫৯। ব্রাহ্মী Bacopa moniera
৬০।শীতলপাটি Clinogyne dichotoma

***100  Synonyms with Bengali meaning for all competitive exams like CTET/WBPTET Etc***
=============================

______________________________
1) ABJECT (শোচনীয়):- ⇨ Miserable
2) ABUNDANT (প্রচুর):- ⇨ Plenty
3) ADMONISH (সতর্ক করা):- ⇨
Reprimand
4) ADVERSITY (বিদ্বেষ):- ⇨
Misfortune
5) ALERT (সতর্কতা):- ⇨ Watchful
6) ASCEND (আরোহণ করা):- ⇨
Mount
7) ATTEMPT (প্রচেষ্টা):- ⇨ Try
8) AUGUST (আগস্ট):- ⇨ Dignified
9) AWAKENED (প্রবুদ্ধ):- ⇨ Waken
10) BARE (বেয়ার):- ⇨ Uncovered
11) Barren (অনুর্বর):- ⇨ STERILE
12) BRIEF (সংক্ষিপ্ত):- ⇨ Short
13) BROWSE (ব্রাউজ):- ⇨ Examine
14) CANDID (স্পষ্টবক্তা):- ⇨ Frank
15) CANNY (মিতব্যয়ী):- ⇨ Clever
16) COMBAT (যুদ্ধ):- ⇨ Fight
17) COMMENSURATE (তুল্য):-
⇨Proportionate
18) CONSEQUENCES (ফলাফল):- ⇨
Results
19) CORPULENT (মাংসল):- ⇨
Obese
20) CORRESPONDENCE (চিঠিপত্র):-
⇨ Letters
21) DEBACLE (ছত্রভঙ্গ):- ⇨
Collapse
22) DEIFY (দেবতুল্য করা):- ⇨
Worship
23) DESTITUTION (নি: সঙ্গতা):- ⇨
Poverty
24) DILIGENT (পরিশ্রমী):- ⇨ Hard-
working
25) DISTANT (বহুদূরবর্তী):- ⇨ Far
26) DISTINCTION (পার্থক্য):- ⇨
Different
27) DIVERSION (বেষ্টনী):- ⇨
Deviation
28) ECSTATIC (ভাবাবেশকর):- ⇨
Enraptured
29) EMBEZZLE (আত্মসাৎ করা):- ⇨
Misappropriate
30) ENTIRE (সমগ্র):- ⇨ Whole
31) ERROR (ত্রুটি):- ⇨ Blunder
32) EXTRICATE (মুক্ত করা):- ⇨ Free
33) FAKE (জাল):- ⇨ Imitation
34) FEEBLE (দুর্বল):- ⇨ Weak
35) FORAY (হানা):- ⇨ Maraud
36) FRUGALITY (সংযম):- ⇨
Economy
37) FURORE (উন্মাদনা):- ⇨
Excitement
38) GARNISH (আভরণ):- ⇨ Adorn
39) GARRULITY (গল্পপ্রি়তা):- ⇨
Loquaciousness
40) GERMANE (যথাযথ):- ⇨ Relevant
41) GRATIFY (পরিতৃপ্ত করা):- ⇨
Indulge
42) HARBINGER (অগ্রদূত):- ⇨
Forerunner
43) HESITATED (দ্বিধান্বিত):- ⇨
Paused
44) IMPROMPTU (উপস্থিতমত):- ⇨
Offhand
45) IMPROVEMENT (উন্নতি):- ⇨
Betterment
46) INDICT (অভিযুক্ত করা):- ⇨
Accuse
47) INEBRIATE (মাতাল):- ⇨
Drunken
48) INEXPLICABLE (অবক্তব্য):- ⇨
Unaccountable
49) INFAMY (অখ্যাতি):- ⇨
Dishonour
50) INFREQUENT (বিরল):- ⇨ Rare
51) INSOLVENT (দেউলিয়া):- ⇨
Bankrupt
52) INSOMNIA (অনিদ্রা):- ⇨
Sleeplessne

               🙏ARIYA 🙏

*GST C Aga Ma we are further questions*
📝📝📝📝📝📝📝📝

1 - GST, why for u kya hai ?
*ANS - Matters-Full Service Tax*
*(GOODS AND SERVICES TAX )*

2 - GST applicable tax if the universe why Long Live the old country can sa hai
*ANS -France 1954*

3-notebook, the Constitution of the Samson this is the Treaty of GST passed in the Kia Gaya India ?
*ANS -122*

4 - GST council Ma could smile members observed that the number of line Hai?
*ANS -33*

5-GST lounge India passed the tax further, Long Live The King Kun sa hai
*ANS - 1-severe -12 august 2016*

6 - India why the GST was the country that the Model per based Hai ?
*ANS - Canada*

7 - India goods full Services Tax GST and I apply Kia Gaya ?
*ANS - 1 July 2017*
Long live Yi 1 April 2017, the co applies to all societies, us.

8 - India GST applicable tax why the saw was the day of ?
*ANS - the Beat made after the committee*not

9 - first of all GST bill why models Air tax and all committee that can act societies ?
*ANS - infinite DS secret*

10 - GST bill in the state meetings and people meeting Ma i c passed in the Kia ?
*ANS 1-state meetings - 3 used 2016*
*2 - People meetings - 8 Used 2016*

11 - GST that the last bill that the parties to the MA line vote de ?
*ANS –the bill that the party Ma 336 full discs Ma 11*

12 - Rahmad bin Ma Rosetti not I clearance let ?
*ANS - 8 India 2016*

13 - GST registrations Ma could line a Hai ?
*ANS – 15*

14 - GST prices that line some of the types of hai ?
*ANS- 0%,5%,12%,18%,28%*

15 - got on the line the country is not GST up Hai ?
*ANS - 160*

16 - India GST why the proposal I lion gaya tha ?
*ANS -2000*

17 - GST Council why the headquarters of the Kashi Hai
*ANS - Delhi*

18 - GST Council that the current ma ace can Hai ?
*ANS - Arun Jaitley*

19 – Rahmad bin co CBS Long Live The passed glass Kia Gaya ?
*ANS - Nadu Telangana*

20 - India why one however the state of Genoa GST passed without me kia hai ?
*ANS - Jammu and Kashmir*

21 - GST days I Money Ciega ?
*ANS – 1 July*

22 - the GST that stealth tax Ma Line years why imprisonment rains ?
*ANS – 5*

23 - GST kiss type ka Tax hai
*ANS - indirect*

24 - GST purchase that for I X C portal air Kia different Hai ?
*ANS - GST portal*

25 - GST network that hitting Jude in India that two of its companies can c Hai
*ANS - Infosys @ Wipro*

🙏🙏🙏🌹ariya🌹🙏🙏🙏

No comments:

Post a Comment

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...