Breaking

Saturday, 27 October 2018

Current_Affairs Set_1,2,3,4,5 পদ্মা সেতু:- জেনে রাখা ভালো

              🏃🏃📚ARIYA 📚🏃🏃

                       Geography

     পদ্মা সেতু:- জেনে রাখা ভালো


১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উত্তর : ২০১৮ সালের ডিসেম্বরে।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।      
                 🏃🏃ARIYA 🏃🏃
       
              *Current_Affairs*

# Set_1
1. কোন ব্যাংক সম্প্রতি ইয়োলো আর্মি সেভিং একাউন্ট চালু করলো?- Equitas Small Finance Bank
2. ভারতের কোন রাজ্য 18 তম রাজ্য হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করলো?- মহারাষ্ট্র
3. 2018 অস্ট্রেলিয়ান গ্রান্ড প্রিকস কে জিতলেন?- সেভেস্টিয়ান ভেটেল
4. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এর নাম কি?- নিকোলাস মাদুরো
5. 2018 এর Business Personality of The Year কে হলেন?- যোগীন্দর সঙ্গের
6. পাকিস্তান সুপার লীগের ফাইনাল কোন শহরে অনুষ্ঠিত হবে?- করাচি
7. 2018 এশিয়া বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?- পঙ্কজ আদবানী
8. সম্প্রতি অস্ট্রেলিয়ান টিমের কোন খেলোয়াড় বল টেম্পেরিং এর জন্য ধরা পড়লেন?- ক্যামেরুন বানক্রফট
9. ভারতীয় মহিলা দলের কোন খেলোয়াড় T-20 দ্রুততম 50 করলেন?- স্মৃতি মন্দনা
10. National Water Digest Award পেলো কোন রাজ্য?- ছত্তিশগড়
# Set_2
1. Palace on Wheels ট্রেনটি ভারতীয় রেলমন্ত্রক কাদের সহায়তায় শুরু করলো?- রাজস্থান ট্যুরিসম ডেভলপমেন্ট কর্পোরেশন
2. সম্প্রতি IIT-GUAHATI এর বিজ্ঞানীরা কিসের থেকে জ্বালানী তেল উৎপাদিত করলো?- প্লাস্টিক বর্জ্য
3. ইন্দো-ফ্রেঞ্চ নলেজ সামিট পরিচালনা করলো কোন মন্ত্রক?- Ministry of External Affairs এবং French Embassy
4. ITB-BERLIN এ ভারত কোন পুরস্কার জিতলো?- সেরা প্রদর্শক পুরস্কার
5. রাজ্যের মানুষ কতটা খুশি তা জানতে কোন রাজ্য সমীক্ষা শুরু করলো?- মধ্যপ্রদেশ
6. 'Kinzhal' মিসাইল কোন দেশ লঞ্চ করলো?- রাশিয়া
7. ভারতের প্রথম সমুদ্রতীরে পুলিশ একাডেমী কোন রাজ্যে চালু হলো?- গুজরাট
8. 25 শে মার্চ 'Genoside Day' কোন দেশ শুরু করলো?- বাংলাদেশ
9. নোভোজিৎ কৌর কোন খেলার সাথে যুক্ত?- রেসলিং
10. কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন লেকে অবস্থিত?- লোকটাক লেক
# Set_3
1. Self Employed Womens Association এর প্রতিষ্ঠাতা কে?- বেগম হামিদা
2. ভারতে কোন দেশ সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে?- রাশিয়া
3. কোন দেশ সম্প্রতি দলত্যাগ বিরোধী বিল আনলো?- মালদ্বীপ
4. Miss International Queen 2018 কে হলেন?- Nguyen Huong Giang
5. Nguyen Huong Giang কোন দেশের নাগরিক?- ভিয়েতনাম
6. 2018 Sports Literature Festival কোথায় অনুষ্ঠিত হবে?- চন্ডীগর
7. মহানদী ট্রাইব্যুনাল এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- দিল্লি
8. World Ocean Summit 2018 কোথায় অনুষ্ঠিত হবে?- মেক্সিকো
9. Press Information Bureau এর নতুন প্রধান এর নাম কি?- সিতাংশু কর
10. Merry Kom Regional Boxing Foundation কোন রাজ্যে উদ্বোধন হলো?- ইম্ফল
# Set_4
1. কোন দেশে 'World Hindi Secretariat Building' উদ্বোধন করা হলো?- মরিশাস
2. ভূগর্ভস্থ আর্সেনিক রিসার্চ প্রজেক্ট কোন নদীর অববাহিকায় তৈরি হলো?- গঙ্গা নদী
3. The King of the Dark Chamber' কোন গল্পের ইংরেজি রূপান্তর?- রাজা
4. World Consumer Rights Day কবে?- 15th মার্চ
5. 2017 Kochon prize পেলো - Indian Council for Medical Research
6. সম্প্রতি সর্বোচ্চ জাতীয় পতাকা ওঠানো হলো কোথায়?- ভারতের কর্ণাটক
7. প্রথম পাই ডে কবে পালিত হয়?- 1988
8. 'A Brief History of Time' কার লেখা?- স্টিফেন হকিন্স
9. ভারতের সর্বোচ্চ বায়ু দ্বারা পরিচালিত জেনারেটর কোন রাজ্যে আছে?- তামিলনাড়ু
10. স্বাধীন নেপালের প্রথম রাষ্ট্রপতির নাম কি?- বিদ্যা দেবী ভান্ডারী
# Set_5
1. 'India Development Update' প্রকাশ করে কে?- বিশ্বব্যাঙ্ক
2. Citizen Services Mobile app লঞ্চ করলো কোন মন্ত্রক?- National Crime Record Bureau
3. WHO এর অন্তর্গত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি কোন রোগকে 2030 এর মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে?- যক্ষা
4. বিশ্বের সবচেয়ে দামি শহরের নাম কি?- সিঙ্গাপুর
5. কোন স্থানে সম্প্রতি এক দিনের জন্য 'Day of Silence' পালিত হলো?- বালি
6. সম্প্রতি প্রকাশ পাওয়া ফুটবল র্যাঙ্কিং এ ভারতের স্থান কত?- 99
7. কোন দেশ সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কবিন্দকে সর্বোচ্চ সম্মান 'গ্রান্ড ক্রস' এ ভূষিত করলো?- মাদাগাস্কার
8. এমিলি নাসরাল্লা কোন দেশের নাগরিক?- ইরাক
9. Energy Transition Index এ ভারতের স্থান কত?- 78 তম
10. সিরিয়ার রাজধানীর নাম কি?- দামাস্কাস.

              🏃🏃ARIYA 🏃🏃

No comments:

Post a Comment

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...