Breaking

Tuesday, 6 November 2018

বিজ্ঞান 20টি প্রশ্ন - উত্তর:

         🏃🏃📖 ARIYA 📖🏃🏃

         বিজ্ঞান 20টি প্রশ্ন - উত্তর:

১. প্রশ্ন: পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তর: বিজ্ঞানী মোসলে
২. প্রশ্ন: ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৩. প্রশ্ন: ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা
৪. প্রশ্ন: MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলোগ্রাম
৫. প্রশ্ন: লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
উত্তর: দস্তা
৬. প্রশ্ন: আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি
৭. প্রশ্ন: অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
৮. প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
৯. প্রশ্ন: কোনটির আয়তন নেই ?
উত্তর: গ্যাসীয় পদার্থের
১০. প্রশ্ন: পানি কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর: ৩
১১. প্রশ্ন: সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: ঊর্ধ্বপাতন
১২. প্রশ্ন: কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন
১৩. প্রশ্ন: আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
১৪. প্রশ্ন: তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
১৫. প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
১৬. প্রশ্ন: সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
১৭. প্রশ্ন: ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
১৮. প্রশ্ন: বায়ু একটি—
উত্তর: মিশ্র পদার্থ
১৯. প্রশ্ন: যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক
২০. প্রশ্ন: সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
২১. প্রশ্ন: যৌগিক পদার্থ নয় কোনটি ?
উত্তর: বায়ু
২২. প্রশ্ন: নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর: জেনন
২৩. প্রশ্ন: কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম
২৪. প্রশ্ন: কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?
উত্তর: ০
২৫. প্রশ্ন: চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?
উত্তর: ১০০    
 
              🏃🏃📖ARIYA 📖🏃🏃

একটি পোল্ডার ভূমি অঞ্চলের নাম কী?

উঃ সুন্দরবন।

২. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?

উঃ মায়ানমার।।

৩. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?

উঃ গুজরাট।

৪. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?

উঃ হুগলীর ত্রিবেণীতে।

৫. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?

উঃ টোবা।

৬. স্তেপ তৃণভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়?

উঃ চারনোজেম।

৭. ভারতের দক্ষিণীতম পাহাড়ের নাম কী?

উঃ পালানি।

৮. OPEC-গঠিত হয় কবে?

উঃ ১৯৬০।

৯. হড়পা বানের কারন কী?

উঃ মেঘ ভাঁঙা বৃষ্টি।

১০. ফ্রান্সের ভোজ কোন ধরণের পর্বতের উদাহরণ?

উঃ স্তুপ পর্বত।

১১. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত?

উঃ ক্ষয়জাত পর্বত।

১২. বাব-এল-মান্দের প্রনালীটি কোন্‌ মহাসাগরে অবস্থিত?

উঃ ভারত।

১৩. ‘ডলফিন নোজ’ দেখা যায় কোন বন্দরে?

উঃ বিশাখাপত্তনম।

১৪. টিম্বা কী?

উঃ একপ্রকার বালির পাহাড়।

১৫. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?

উঃ ৯০ ডিগ্রি।

১৬. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ?

উঃ তীর্যক স্তুপ পর্বত।

১৭. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়?

উঃ বিপাশা নদী।

১৮. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?

উঃ বার্গ।

১৯. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?

উঃ শরৎ।

২০. জাপোটি গাছের আঠা কোন কাজে লাগে?

উঃ ভুইংগাম তৈরি হয়।  
                                                                        🏃🏃📖ARIYA 📖🏃🏃

No comments:

Post a Comment

ICC cricket world cup 2019 Time

*ICC cricket world cup 2019 complete schedule: দেখে নিন ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি* *ICC cricket world cup 2019 complete schedule: ...